রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতার প্রচারে সাইকেল চালিয়ে পাহাড় যাচ্ছেন যুবক


বুধবার,১০/০২/২০২১
2758

রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতার প্রচারে সাইকেল চালিয়ে পাহাড় যাচ্ছেন যুবক। নদীয়ার তেহট্ট থানার শ্যামচক গ্রামের রকি মণ্ডল সাইকেলে করে রবিবার রওনা দিয়েছিলেন। বারাসত, কলকাতা হয়ে সোমবার বিকালে হাওড়ার পাঁচলাতে আসেন যুবক। পাঁচলাতে ব্লাড ডোনর হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন সামাজিক সংগঠন সংবর্ধনা দেন যুবককে‌। অচেনা এলাকায় কোথায় মিলবে আশ্রয়? রকির পাশে দাঁড়ালেন ব্লাড ডোনর হোয়াটসঅ্যাপ গ্রুপ। গ্রুপের সদস্য হাবিব খান ও তাঁর স্ত্রী কাশ্মীরা নিজেদের উলুবেড়িয়ার বাড়িতে থাকা,খাওয়ার ব্যবস্থা করেন রকির জন্য‌। উলুবেড়িয়া কলেজ গেটের সামনে রকিকে সংবর্ধনা দেওয়া হয় ব্লাড ডোনর হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে। মঙ্গলবার উলুবেড়িয়া থেকে কোলাঘাটে রকিকে এগিয়ে দিয়ে আসেন ব্লাড ডোনর হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য শতাব্দী বেরা, হাবিব খানেরা। উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাট, মেদিনীপুর হয়ে মঙ্গলবার সন্ধ্যায় রকি মণ্ডল পৌঁছয় ঝাড়গ্রামে। বুধবার ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ায় পৌঁছন যুবক। রকি মণ্ডল জানিয়েছেন, এর আগে টাইগার হিল সাইকেলে চড়ে গিয়েছিলাম। রক্তদান, থ্যালাসেমিয়া সচেতনতার প্রচারে সব জেলা হয়ে কালিম্পং এ সাইকেলে করে যাচ্ছি। দুজন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিয়ে না হওয়াই ভালো। তবেই আগামী শিশু নিরাপদে থাকবে। ব্লাড ডোনর হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন শতাব্দী বেরা জানালেন, মানবিক বন্ধু রকি মণ্ডলের সচেতনতার সাইকেল যাত্রার সফলতা কামনা করি। পাশাপাশি থ্যালাসেমিয়া থেকে আগামীকে মুক্ত করতে বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা বাধ্যতামূলক করতে আইন করুক সরকার।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট