বামেদের নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা


বৃহস্পতিবার,১১/০২/২০২১
961

বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটল শহরে। মহানগরী রণক্ষেত্রের চেহারা নেয়য়। আন্দোলনকারীদের হাতে আক্রান্ত হন পুলিশ কর্তা থেকে বহু পুলিশকর্মী। পুলিশ লাঠিচার্জ করলে আহত বহু আন্দোলনকারী। একাধিক দাবিতে এই কর্মসূচি নিয়েছিল বাম ছাত্র-যুবরা। কিন্তু আদতে তাদের যে উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করা সেই ছবি ধরা পড়ল বাংলা জাগো’র ক্যামেরায়। কলেজ স্ট্রিট থেকে মিছিল করে নবান্নের উদ্দেশ্যে রওনা দেন ডিওয়াইএফআই, এসএফআই সহ বামপন্থী ছাত্র যুব সংগঠন গুলির সদস্যরা। ধর্মতলায় ব্যারিকেড বাঁধে পুলিশ। শুধু সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা নয়, মিছিলে অংশগ্রহণকারীরা ইট-পাটকেল ছুড়তে থাকে পুলিশকে উদ্দেশ্য করে। মারমুখি বাম ছাত্র-যুবরা তেড়ে যায় পুলিশকে উদ্দেশ্য করে। আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন বেশ কয়েক জন পুলিশকর্মী। আন্দোলনকারীদের হঠাতে পুলিশ জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আন্দোলনকারীদের। কিন্তু তার মধ্যেও চরম বিশৃঙ্খলা বজায় রাখে বাম ছাত্র-যুবরা। অচল হয়ে যায় ধর্মতলা চত্বর। এদিন কর্মসূচির শুরু থেকেই যেন মারমুখী মনোভাব নিয়ে নবান্ন অভিযানে অংশ নিয়েছিল এসএফআই- ডিওয়াইএফআই – ছাত্র যুবরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজ্য সরকারের কাছে দাবিদাওয়া পেশ করা যখন লক্ষ্য তখন শান্তিপূর্ণভাবে এই আন্দোলনের মাধ্যমে ডেপুটেশন জমা দিতে পারতেন আন্দোলনকারীরা। বিধানসভা নির্বাচনের আগে নিজেদের জানান দিতেই এই চরম বিশৃঙ্খলার কৌশল বামেরা নিয়েছিল বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট