এই প্রথম কলকাতায় পেট্রোলের দাম ৯০ টাকা ছাড়ালো। আজ কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ২৮ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৩২ পয়সা। জেনে রাখা দরকার কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল লিটারে ৯০ টাকা ১ পয়সা। কলকাতায় ডিজেলের দাম হল লিটারে ৮২ টাকা ৬৫ পয়সা। টানা ৬ দিন এই নিয়ে কলকাতা-সহ মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম বাড়লো। চলতি বছরের ৬ জানুয়ারি থেকে এ দেশে তেলের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। মুম্বইয়ে প্রায় ১০০ ছুঁইছুঁই পেট্রোলের দাম। বাণিজ্য নগরীতে আজ পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৫ টাকা ১৯ পয়সা। আর ডিজেলের দাম লিটারপ্রতি ৮৬ টাকা ২ পয়সা। অন্যদিকে দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৮৮ টাকা ৭৩ পয়সা। রাজধানীতে ডিজেলের দাম লিটারপ্রতি ৭৯ টাকা ৬ পয়সা।
Auto Amazon Links: No products found.