” এতদিন দলে থাকার পর আসলে লাঞ্চে সমস্যা না ব্রেনের সমস্যা। দম বন্ধের কারণ কি ?” – ফিরহাদ হাকিম


সোমবার,১৫/০২/২০২১
875

রাজ্য সভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। কেন দমবন্ধ পরিস্থিতি এ প্রসঙ্গে প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম টক টু কে এমসি তে বলেছেন, হঠাৎ করে কেন দমবন্ধ। সমস্যা কোথায় দেখার দরকার আছে। এতদিন দলে থাকার পর আসলে লাঞ্চে সমস্যা না ব্রেনের সমস্যা। দম বন্ধের কারণ কি ?

দিল্লিতে দূষণ রয়েছে কলকাতাতে নেই। দীনেশ ত্রিবেদী দিল্লি দূষণে দূষিত হয়ে গিয়েছেন। কলকাতায় দম বন্ধের পরিবেশ নেই খোলা আকাশে আমরা নিশ্বাস নিচ্ছি। একটি দলে থাকার পর দম বন্ধ হয়ে যাবার পর অন্য একটি দলে গিয়ে নিঃশ্বাস নিলে সেটাকে বিশ্বাসঘাতক বলে। আমি দলের সঙ্গে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে কাজ করছি। রাজনীতিতে বয়স হয়ে গেলে অনেক সমস্যা হয় সে ক্ষেত্রে দলে থেকেই কাজ করতে হয়। রাজ্যসভায় কেন পদত্যাগ করলেন দীনেশ ত্রিবেদী এর কোনো কারণ রয়েছে। হঠাৎ করে কেন মানুষের হৃদয় পরিবর্তন হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট