তৃণমূল নেত্রী রত্না চ্যাটার্জীর বাড়িতে প্রতিবছরের মতো এ বছরও পূজো হচ্ছে সাড়ম্বরে


বুধবার,১৭/০২/২০২১
709

আজ বাগদেবীর আরাধনা, তৃণমূল নেত্রী রত্না চ্যাটার্জীর বাড়িতে প্রতিবছরের মতো এ বছরও পূজো হচ্ছে সাড়ম্বরে তবে করোণা বিধি মেনে এবছর পুজো করছে এমনটাই জানালেন। পাশাপাশি তিনি জানালেন এবছর করোণা প্রায় শেষের মুখে অর্থাৎ আশা করা যায় যে এবার করোণা বিদায় নেবে এর পাশাপাশি আজকে পুজোর আয়োজন রয়েছে এদিন পরিবারের লোকের পাশাপাশি পার্টির সংসদ সদস্যরা বাড়িতে উপস্থিত থাকে এ ছাড়া গত দু-তিন বছর শোভন চ্যাটার্জি বাড়িতে না থাকলেও পুজো কিন্তু ছোট করে হচ্ছে না বড় করেই হচ্ছে এমনটাই জানালেন রত্না চ্যাটার্জী।

https://youtu.be/J_gFFHh9uq0
তৃণমূল নেত্রী রত্না চ্যাটার্জীর বাড়িতে প্রতিবছরের মতো এ বছরও পূজো হচ্ছে সাড়ম্বরে তবে করোণা বিধি মেনে

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট