রাজ্যের বিদ্যালয় গুলিতে কোভিদ বিধি মেনে জাতিধর্ম নির্বিশেষে সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠেছে পড়ুয়ারা


বুধবার,১৭/০২/২০২১
710

অতিমারীর প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। ইতিমধ্যে রাজ্যের স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির স্বাভাবিক পঠন-পাঠনও পুনরায় শুরু হয়েছে। এরই মধ্যে রাজ্যের বিদ্যালয় গুলিতে কোভিদ বিধি মেনে জাতিধর্ম নির্বিশেষে সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠেছে পড়ুয়ারা। এমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। চাকদহ পূর্বাচল বালক বিদ্যাপীঠে সরস্বতী পূজা এবার 66 বছরে পা রাখলো। বিদ্যালয়ের ছাত্রের হাতে তৈরী প্রতিমাতেই হচ্ছে এবছরের পুজো। তাই বিদ্যালয়ের পড়ুয়ারা নিজেরাই ব্যামপার্টির বাজিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সেই সহপাঠীর বাড়ী থেকে প্রতিমা আনার আনন্দের শহরকে মাতিয়ে দিলো। কৈশোরের আনন্দের কাছে হার মানলো সংক্রমনের আতঙ্ক!

রাজ্যের বিদ্যালয় গুলিতে কোভিদ বিধি মেনে জাতিধর্ম নির্বিশেষে সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠেছে পড়ুয়ারা
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট