মহিলা কনস্টেবল সুষমা মাহাতো খুনে স্বামীকে গ্রেফতার করলো রেল পুলিশ


শুক্রবার,১৯/০২/২০২১
1576

ঝাড়গ্রাম : – মহিলা কনস্টেবল সুষমা মাহাতো খুনে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করলো রেল পুলিশ। গত রবিবার ভোরবেলা ঝাড়গ্রামের বাঁশতলা-সরডিহা রেললাইনে সুষমার ছিন্ন-বিচ্ছিন্ন দেহ উদ্ধার হয়। সুষমা মাহাতো সাঁকরাইল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিল। সুষমা মাহাতোর মা মাধবী মাহাতো ঝাড়গ্রামের জিআরপি থানায় তার জামাই ভবতোষ মাহাতোর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগ করেন, মেয়ের উপর নির্যাতন চালানো হতো। জামাই-ই খুন করেছে মেয়েকে। রেলপুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ভবতোষ মাহাতোর বিরুদ্ধে খুন ও বধূ নির্যাতন ধারায় মামলা রুজু হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে রেলপুলিশ। এদিন অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে আদালত ৪দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট