হাওড়া: বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করাতে কেন্দ্রীয় সরকার যে কার্যত বদ্ধপরিকর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথাতেই বোঝা গিয়েছিল। আর সেই লক্ষ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা কিমবা নির্বাচন বিধি জারি হওয়ার আগেই বঙ্গে এলো কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, শনিবার বাংলায় মোট ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। অন্যান্য জেলার মতোই এদিন গ্রামীণ হাওড়াতেও কেন্দ্রীয় বাহিনীর আগমন ঘটে। জানা গেছে, শনিবার বিকালে আমতা থানার শেরপুরে একটি বেসরকারি বি.এড কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছান। সেখানেই আপাতত তাঁরা থাকবেন বলে জানা গেছে।শনিবার এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী গ্রামীণ হাওড়ায় পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উলুবেড়িয়ার গঙ্গারামপুর, উলুবেড়িয়া পৌরসভা এলাকা ও ফুলেশ্বরে রুট মার্চ করেন। গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিয়মিত রুটমার্চ করবেন বলে জানা গেছে।
Auto Amazon Links: No products found.