দক্ষিণ-পূর্ব রেলের ঝাড়গ্রাম-কলাইকুন্ডা থার্ড লাইন ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


সোমবার,২২/০২/২০২১
451

ঝাড়গ্রাম:– সোমবার ঝাড়গ্রাম থেকে কলাইকুন্ডা পর্যন্ত দীর্ঘ ৩০কিমি তৃতীয় লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির সাহাগঞ্জ এর সভা থেকে ভার্চুয়াল এর মাধ্যমে এই প্রকল্পটির উদ্বোধন করেন। প্রকল্প উদ্বোধনের সময় ঝাড়গ্রাম স্টেশন এ উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কুনার হেমরম।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

করোনা মহামারীর জেরে এই তৃতীয় লাইনের কাজ কিছুটা হওয়ার পর তারা থেমে যায়, আবার চালু হয়।কিছুদিন আগে দক্ষিণ-পূর্ব রেলের সেফটি কমিশনার কলাইকুন্ডা থেকে ঝারগ্রাম পর্যন্ত তৃতীয় লাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল পর্যবেক্ষণ করেন এবং আজ প্রধানমন্ত্রী ভার্চুয়াল এর মাধ্যমে উদ্বোধন করেন।

কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত এই দীর্ঘ ৩০ কিলোমিটার রুটে যতগুলি স্টেশন আছে, সেগুলির পুনরায় নতুন ভবন তৈরি করা হয়েছে কোথাও বা নতুন প্লাটফর্ম তৈরি করা হয়েছে, উল্লেখযোগ্যভাবে বাঁশতলা স্টেশন টিকেও রেলের তরফ থেকে সাজিয়ে তোলা হচ্ছে।

ঝারগ্রাম এর সাংসদ কুনার হেমরম বলেন” জনগণের কথা মাথায় রেখেই এই সমস্ত প্রকল্প রেলের তরফ থেকে নেওয়া হয়েছে, এবং এর জেরে মানুষের উপকার হবে রেল যোগাযোগ আরো দ্রুততর হবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট