রান্নার গ্যাসের দাম 400 টাকা করার দাবি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নে গিয়েছিলেন। নবান্ন থেকে তিনি ওই ইলেকট্রিক স্কুটারে করেই বাড়ি ফেরেন। ফেরার পথে তিনি অনেকটা রাস্তা নিজেই বাইক চালিয়ে আসেন। সেইসঙ্গে স্লোগান দিতে থাকেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রীর এই অভিনব প্রতিবাদ দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব প্রতিবাদ একপ্রকার নজিরবিহীন। এ এদিন বাড়ি ফেরার পর সংবাদমাধ্যমকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমাতেই হবে। যতক্ষণ না কেন্দ্রীয় দাম কমাচ্ছে তৃণমূল কংগ্রেস আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা। সেই দাম বাড়তে বাড়তে 800 টাকা ছাড়িয়ে গিয়েছে। তিনি দাবি জানান রান্নার গ্যাসের দাম 400 টাকা ফিরিয়ে আনতে হবে। কেরোসিন তেলে কেন্দ্র যে ভর্তুকি দিত এবারের বাজেটে তা প্রত্যাহার করে নেওয়ার প্রতিবাদে সোচ্চার হোন মমতা। মুখ্যমন্ত্রী বলেন গরিব মানুষ কেরোসিন তেল ব্যবহার করেন। এখন সেই কেরোসিন পুরো টাকায় কিনতে হবে। কেন্দ্রে একটা জনবিরোধী সরকার চলছে। এই সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন সংগঠিত করার বার্তা দেন মমতা।
Auto Amazon Links: No products found.