পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত একটি জনসভায় উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির একটি কর্মসূচিকে সীতা হরণের সাথে তুলনা করলেন।
কৃষি বিল সমর্থনে বাংলার কৃষক প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তাদের বোঝানোর জন্য রাজ্য বিজেপি একটি কর্মসূচি নিয়েছিল,সে কর্মসূচির নাম এক মুষ্টিচাল ভিক্ষা কর্মসূচি, সেই কর্মসূচিকে সাঁকরাইল এর জনসভা থেকে কটাক্ষ করলেন রাজ্য তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।
কুনাল ঘোষ বলেন বিজেপি এখন বাড়ি বাড়ি গিয়ে এখন ভিক্ষা নিচ্ছে এটা নাকি তাদের কর্মসূচি, আরে কর্মসূচিতে কটাক্ষ করে তিনি বলেন জঙ্গলমহলের মা বোনেরা মনে রাখবেন রামায়ণের সীতা আমাকেও ক্ষরণের সময় রাবণ গেরুয়া পোশাক পরে তার বাড়িতে উপস্থিত হয়েছিল এবং সীতাকে হরণ করেছিল তাই এদের থেকে সাবধান থাকবেন কারণ এদের মুখে রাম বুকে রাবণ”।
Auto Amazon Links: No products found.