পশ্চিমবাংলার মানুষ CPIMকে টেস্ট করেছে রিজেক্ট করেছে,কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড,তৃণমূল টেস্টেড ও রিজেক্ট হওয়ার পথে,দাঁতনের নীলদাতে কটাক্ষ শুভেন্দুর


রবিবার,২৮/০২/২০২১
1066

পশ্চিমবাংলার মানুষ CPIMকে টেস্ট করেছে রিজেক্ট করেছে,কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড,তৃণমূল টেস্টেড ও রিজেক্ট হওয়ার পথে,হাফ রিজেক্ট হয়েছে পার্লামেন্টে এবার বাকিটা হয়ে যাবে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার নীলদা এলাকায় বিজেপির পরিবর্তন সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা রাজনৈতিক চর্চার কর্ণধার শুভেন্দু অধিকারী,এই দিন এই পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন জেলার সভাপতি শমিত কুমার দাস,রামপ্রসাদ গিরি সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা, এই দিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এই সভায় যোগ দেওয়ার আগে বৈতা থেকে নীলদা পর্যন্ত যে জনসমাগম হয়েছে তাতে মনে হচ্ছে বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে,পাশাপাশি তিনি আরো বলেন এই কর্মী-সমর্থকদের উদ্যোগ দেখে মনে হচ্ছে আমি দুমাস বিজেপি করছি না ২০ বছর ধরে বিজেপি করছি,পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে একাধিক সুর চড়ালেন শুভেন্দু অধিকারী তিনি বলেন তৃনমুল প্রতিশ্রুতি দিয়েছিল তা করতে পারেনি আমি বলছি এটা এখন রাজনৈতিক দল নয় প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে,এরাজ্যে চার লক্ষ ৬০ হাজার কোটি টাকা ঋণের বোঝা করেছে মাননীয়া, তার পাশাপাশি এরাজ্যে বেকারের সংখ্যা বেড়েছে আর প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের নাম বদলে কাটমানি নেওয়া হয়েছে, পাশাপাশি ভোটের প্রচারে এবার “বাংলা নিজের মেয়েকে চাই” এই শ্লোগানকে নিয়ে ময়দানে নেমেছে তৃণমূল শিবির,এবার সেই নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী তিনি বলেন ওনাকে কে বলে বাংলার মেয়ে উনি হলেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালা,উনি বাংলার মেয়ে নন,এগুলো জেনে রাখুন এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি আগামী বিধানসভা ভোটে ২০০আসুন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে তা পরিস্কার করে দেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি তিনি আরো বলেন আমরা শুধু এপিজি আব্দুল কালাম কে শ্রদ্ধা করি ও আফজাল গুরু দের ঘৃণা করি, এটাই হলো ভারতীয় জনতা পার্টির ফর্মুলা, পাশাপাশি ডবল ইঞ্জিন সরকার গড়া ও সোনার বাংলা তৈরি করার অঙ্গীকার দিলেন শুভেন্দু অধিকারী,পাশাপাশি ব্রিগেড সভা নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী এদিন তিনি বলেন আজকে একটা ব্রিগেড সভা হয়েছে বামপন্থীরা কেউ বলবেন ধর্মনিরপেক্ষতার কথা আর পাশে আব্বাস সিদ্দিকিকে নিয়ে মিটিং করেছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মোহাম্মদ সেলিম আর উপ-মুখ্যমন্ত্রী হবেন আব্বাস সিদ্দিকী, বামপন্থীরা সাবধান আপনাদের আর ধর্মনিরপেক্ষতার বুলি আর থাকবে না, আসুন আপনারা বিজেপিতে যার একমাত্র শ্লোগান “ভারত মাতা কি জয়”, পাশাপাশি আগামী ৭ই মার্চ ব্রিগেডের জনসভা করবেন প্রধানমন্ত্রী সেই জনসভায় আসারও বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট