কলকাতা পুরসভার কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এবং ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক বসে তৃণমূল


বৃহস্পতিবার,০৪/০৩/২০২১
538

কলকাতা পুরসভার কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এবং ব্লক সভাপতিদের নিয়ে বৃহস্পতিবার বৈঠক বসে তৃণমূল ভবনে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জোরকদমে শহরের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখছেন দলের শীর্ষ নেতারা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তৃণমূলের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বৈঠকে। রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর যোগ দেন বৈঠকে। শহরের কোন ওয়ার্ডে দলের বর্তমান অবস্থা কেমন তা খতিয়ে দেখতে এই বৈঠক বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, তৃণমূলের পতাকা দিয়ে নিজের নিজের এলাকা মুড়ে দেওয়ার নির্দেশ বিদায়ী কাউন্সিলরদের দেওয়া হয়েছে। তৃণমূ্ল ভবনে বৈঠকে শীর্ষ নেতারা এই নির্দেশ দেন। প্রতি ওয়ার্ডে ১০০০ করে দেওয়া হয় পতাকা। প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতৃত্বকে সংহতি রক্ষা করে কাজ করার নির্দেশ। এলাকায় প্রভাব বজায় রাখতে পতাকায় মুড়ে দেওয়ার নির্দেশ। সূত্রের খবর, নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের আগেই গোটা শহরে তৃণমূলের শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসাবে পতাকায় মুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।বিধানসভা নির্বাচনে কলকাতায় সব ওয়ার্ডে এগিয়ে থাকবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। বৃহস্পতিবার দলের কাউন্সিলর বিধায়ক সাংসদসহ ব্লক সভাপতি এবং নেতৃত্বের বৈঠক শেষে এমনটাই জানালেন ফিরহাদ হাকিম। শহরের সর্বত্রই দলের নেতাকর্মীদের প্রচারকার্যে ঝাঁপিয়ে পড়ার কথা এ দিনের বৈঠকে বলা হয়েছে, জানান তিনি। ফিরহাদ হাকিম বলেন, দলের সর্বস্তরের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে বিধানসভা ভোটের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। নির্বাচনের অঙ্গ দলের পতাকা, পতাকা দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড সাজিয়ে তোলা হবে বলে জানান তিনি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট