ঝাড়গ্রাম জেলার চারটি আসনের তিনটিতে নতুন মুখ এনে চমক দিল তৃণমূল কংগ্রেস


শনিবার,০৬/০৩/২০২১
13002

শুক্রবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার চারটি আসনের মধ্যে তিনটি আসনে নতুন মুখ এনে চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সাঁওতালি অভিনেত্রী তথা বিনপুর এর প্রাক্তন বিধায়ক নরেন হাঁসদা ও চুনিবালা হাঁসদার মেয়ে বিরবাহা হাঁসদা কে। বিনপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সহ-সভাপতি তথা ঝাড়্গ্রাম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ দেবনাথ হাঁসদা কে, গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো কে ।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

এছাড়াও নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বর্তমান বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা সভাপতি দুলাল মুর্মু কে। নয়াগ্রাম ছাড়া বাকি তিনটি আসনে নতুন মুখ কে প্রার্থী করায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দেওয়াল লিখনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নতুন মুখ ঝাড়গ্রাম কেন্দ্রের প্রার্থী বিরবাহা হাঁসদা বলেন দিদি আমার উপর আস্থা রাখায় আমি খুশি ।আমি মানুষের জন্য কাজ করতে চাই ।দলের সমস্ত নেতা ও কর্মীদের নিয়ে আমি সেই কাজ করব এবং মানুষের কাছে যাব ।আশা করি ঝাড়গ্রাম বিধানসভা এলাকার মানুষ আমাকে আশীর্বাদ করবেন। বিনপুরের প্রার্থী দেবনাথ হাঁসদা বলেন দিদি আমাকে প্রার্থী করায় আমি দিদিকে কৃতজ্ঞতা জানায়।আমি আমার জয়ের ব্যাপারে আশাবাদী।মানুষ তৃনমূলের পাশে রয়েছে তা আগামী দিনে প্রমাণিত হবে।দেবনাথ হাঁসদাকে তৃণমূল প্রার্থী করায় খুশি তৃনমূলের কর্মী ও সমর্থকেরা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট