বাথটাবে নগ্ন হয়ে মুহূর্তে ভাইরাল জেরিন খান


শুক্রবার,১২/০৩/২০২১
2874

বলিউড অভিনেত্রী জেরিন খান। সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে তার অভিষেক হয়। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। ব্যক্তিজীবনে বেশ স্বাধীনচেতা জেরিন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। এতে দেখা যাচ্ছে, বাথটাবে শুয়ে আছেন এই অভিনেত্রী। পোস্ট করার পর শুধু ইনস্টাগ্রামে এই ছবিতে প্রায় ২ লাখ লাইক পড়েছে। ইন্টারনেটে রীতিমতো ভাইরাল এটি।

https://www.instagram.com/p/CMJ3g9hJxl5/?utm_source=ig_web_copy_link

বিশ্ব নারী দিবসে ছবিটি পোস্ট করেন জেরিন। ক্যাপশনে একটি কথোপকথন লেখেন তিনি। এই অভিনেত্রী লিখেছেন, ‘তারা: আপনার সুপার পাওয়ার কি? আমি: একজন নারী।’ এছাড়া বিশ্ব নারী দিবস উপলক্ষে ভারতীয় একটি সংবাদমাধ্যমে জেরিন খান বলেন, ‘নারী হিসেবে জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করি। আমার মতে, শুধু একটি দিন নারীদের উদযাপনের জন্য বরাদ্দ করা উচিত নয়। প্রতিদিনই উদযাপন হওয়া উচিত।’

জেরিন অভিনীত সর্বশেষ বলিউড সিনেমা ‘১৯২১’। এরপর তেলেগু ভাষার ‘চাণক্য’ এবং পাঞ্জাবি ‘ডাকা’ সিনেমায় অভিনয় করেছেন। ‘হাম ভি একেলে তুম ভি একেলে’ সিনেমায় দেখা যাবে তাকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট