ঝাড়গ্রামে শুরু হলো ভোট !


মঙ্গলবার,১৬/০৩/২০২১
624

ঝাড়গ্রামে শুরু হলো ভোট ! নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবার প্রতিবন্ধি ও ৮০ বছরের উর্ধ্বে ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হলো । প্রথমদিনের ভোটগ্রহণে ভোটারদের বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী কর্মীদের সামনেই প্রভাবিত করছে বলেও অভিযোগ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা । ঝাড়গ্রাম শহরের এগারো নম্বর ওয়ার্ড এর পুরাতন ঝাড়গ্রাম এলাকার ঘটনা । ১১ নম্বর ওয়ার্ডের ১৬৩ এবং ১৬৪ নম্বর বুথ এলাকায় প্রতিবন্ধী ও ৮০ বছরের উর্ধ্বে ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ চলছে সেই সময়ই স্থানীয় তৃণমূল কর্মীরা অভিযোগ করেন স্থানীয় বিজেপির নেতা কর্মীরা নির্বাচন কমিশনের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রভাবিত করছেন । তৃণমূল নেতা সোমনাথ দে বলেন , বিজেপির লোকজন নির্বাচন কমিশনের সঙ্গে মিশে বিজেপিতে ভোট দেয়া করাচ্ছে অপরদিকে অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা বাপ্পা বসাক বলেন,  আমরা নির্বাচন কমিশনের থেকে অনেক দূরে ছিলাম সাথে তো কেন্দ্র বাহিনী রয়েছে । এই সব মিথ্যে অভিযোগ করছে । বাড়ি বাড়ি ভোট নিতে আসা পোলিং এজেন্ট সুমন সরেন বলেন , ২২২ ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের ২৬৩ নম্বর বুথে বাড়ি বাড়ি ভোট গ্রহণ চলছে ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট