বাংলাদেশে সংঘর্ষে উত্তপ্ত বায়তুল মোকাররম


শুক্রবার,২৬/০৩/২০২১
2211

ডেস্ক রিপোর্ট, ঢাকা: রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ২৬ মার্চ শুক্রবার মোদিবিরোধী মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় ব্যাপক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। জানা গেছে, জুমার নামাজের মোনাজাত শেষে মুসল্লিদের একাংশ মোদিবিরোধী বিক্ষোভ শুরু করে। মুসল্লিরা মোদিবিরোধী স্লোগান দেয়ার কিছুক্ষণ পরই ছাত্রলীগের নেতাকর্মীরা মসজিদের উত্তর পাশের ফটকে মিছিলকারীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। প্রায় পাঁচ মিনিট ধরে মিছিলকারীদের মারধর করা হয় বলে অভিযোগ। এতে বিক্ষোভকারীরা পিছু হটে মসজিদের ভেতরে ঢুকে পড়েন। এর কিছু সময় পর বিক্ষোভকারীরা ফের সংগঠিত হয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পুলিশ মসজিদের দিকে ব্যাপক টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় সকাল থেকেই বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট