তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে ঝড় তুললেন সমাজবাদী পার্টির নেত্রী তথা সাংসদ জয়া বচ্চন। সোমবার টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাস এর সমর্থনে রোড শো-এ অংশ নেন তিনি। সাহাপাড়া থেকে আয়োজিত এ দিনের মিছিলে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক যোগ দেন। জয়া বচ্চনকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। রাজ্যে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের কথা আগেই জানিয়েছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। শুধু অখিলেশ যাদবই নন, দেশের বিজেপি বিরোধী সব আঞ্চলিক দলের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে রাজ্যে ব্যাটিংয়ে নামলেন জয়া। বাংলার ঘরের মেয়ে অভিনেত্রী জয়া বচ্চন। টানা তিনদিন তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নেবেন তিনি।
Auto Amazon Links: No products found.