শহরের ভোটদাতাদের সচেতনতা বাড়াতে এবং তাদের ভোট দানে উৎসাহিত করতে নির্বাচন কমিশন দুটি সুসজ্জিত ট্রাম পথে নামিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে এই ট্রাম দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন,যার একটি উত্তর কলকাতা এবং অন্যটি দক্ষিণ কলকাতার বিভিন্ন বিধানসভা এলাকায় ভোটারদের মধ্যে সচেতনতা প্রচার করবে। উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, ট্রাম দুটিতে ইভিএম , ভি প্যাট সহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে যাতে ভোটদাতারা সেগুলির সঙ্গে পরিচিত হতে পারেন। বিশেষভাবে সক্ষম ভোটদাতাদের সুবিধার্থে কমিশনের ব্যবস্থাপনার কথাও সেখানে তুলে ধরা হয়েছে। অতিমারী পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ভোট দানের ওপরেও কমিশন তাদের প্রচারে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
ভোট দানে উৎসাহিত করতে নির্বাচন কমিশন দুটি সুসজ্জিত ট্রাম পথে নামিয়েছে
সোমবার,০৫/০৪/২০২১
667