মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। সোমবার সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ঘোষণা করার সঙ্গে সঙ্গেই প্রচার শুরু করে দেন। তৃণমূলের এই বর্ষীয়ান নেতা রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক।এবার ভবানীপুর কেন্দ্রে জোড়া ফুলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি জানান জয়ের ব্যাপারে তিনি ১০০ শতাংশ আশাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে ফের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার গড়ে উঠবে বলে জানান তিনি।
সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিলেন শোভন দেব চট্টোপাধ্যায়
সোমবার,০৫/০৪/২০২১
707

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: