উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থী অভিনেত্রী পাপিয়া অধিকারীকে সপাটে চড় মারার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ায়। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়ার আয়মা গ্রাম পঞ্চায়েতের গোবরদহ গ্রামে বিজেপি কর্মী সুশান্ত মন্ডলকে সোর্ড দিয়ে মারে দুষ্কৃতিরা। তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আনা হয়। সেখানেই আহত বিজেপি কর্মীকে দেখতে আসেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী। অন্যদিকে, বেশ কিছু তৃণমূল কর্মী সেইসময় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে এসেছিলেন। অভিযোগ, বিজেপি প্রার্থীর সাথে হঠাৎই বচসা বেঁধে যায় তৃণমূল কর্মীদের। চরমে ওঠে বচসা। অভিযোগ, সেই সময় এক ব্যক্তি হঠাৎই চড়াও হয় পাপিয়া অধিকারীর উপর। উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থীকে সপাটে চড় মারা হয় বলে অভিযোগ। তারপরই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। ইতিমধ্যেই এই ঘটনায় দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।
বিজেপি প্রার্থী অভিনেত্রী পাপিয়া অধিকারীকে সপাটে চড় !
মঙ্গলবার,০৬/০৪/২০২১
1148