বাংলাদেশে দোকান খুলে দিতে রাজধানীতে বিক্ষোভ


মঙ্গলবার,০৬/০৪/২০২১
394

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশে সোমবার থেকে ৭ দিনের লকডাউন চলছে। ফলে স্বাভাবিকভাবেই কিছু মানুষকে সাময়িক সময়ের জন্য বিপাকে পড়তে হচ্ছে। লকডাউনের ফলে অনেক পেশার মানুষই কর্মহীন হয়ে পড়েছিল। এবারও তেমনি আশংকা করছেন অনেক সাধারণ মানুষ। লকডাউনে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দোকানপাট, শপিংমল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু গতকাল সকাল থেকেই লকডাউনে দোকান খুলে দিতে গাউসিয়া-নিউ মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা বিক্ষোভ করেছেন। ৬ এপ্রিল সকাল থেকে একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রাজধানীর নিউমার্কেট ও মিরপুরসহ একাধিক এলাকার ব্যবসায়ীরা। মিরপুর-১০ নম্বর গোল চত্বরের পাশে বেলা ১১টার দিকে শতাধিক ব্যবসায়ী ব্যানার হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, লকডাউনে যেন স্বল্প পরিসরে ৬ থেকে ৮ ঘণ্টার জন্য হলেও দোকানপাট খুলে দেওয়া হয়।

মানববন্ধনে অংশ নেওয়া হাবিবুর রহমান বলেন, ‘আমরা পরিবার নিয়ে কীভাবে বাঁচবো। দোকান বন্ধ রাখলে তো উপার্জনের পথও বন্ধ। তাই সরকারের কাছে অনুরোধ যেন স্বল্প পরিসরে হলেও দোকান খুলে দেওয়া হয়।’ শাহ আলী প্লাজার জুতা ব্যবসায়ী জহুরুল হক বলেন, ‘ছোট দোকানের ওপরে নির্ভর করে চলে আমার পরিবারের ৭ জন মানুষ। তাই এই দোকান বন্ধ রাখলে আমরা কীভাবে চলবো। সরকার যেন ৬ থেকে ৮ ঘণ্টার জন্য হলেও দোকান মার্কেট শপিংমলগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করে।’ অপর দিকে মার্কেট খুলে দেওয়ার দাবিতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করছেন দোকান মালিক-কর্মচারীরা। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট