ভোট পরবর্তী রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে মগরাহাট পশ্চিমের উস্তি থানার রাজারহাট এলাকার সকাল থেকে দফায় দফায় চলছে বোমাবাজি আবার কোথাও বা হাতাহাতি এই দিন রাজারহাট এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তেজনা ছড়ায় আসে উত্তেজনায় পরে মাথা ফাটে মন্ত্রীর আর এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে তৃণমূল কর্মী সমর্থকরা 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তারা। অন্যদিকে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা ।
Auto Amazon Links: No products found.