সোনারপুর দক্ষিণে তৃণমূল পার্থী লাভলী মৈত্রের সমর্থনে জন সভা করলেন অভিনেতা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। এদিন দুপুরে সোনারপুরের আড়াপাঁচ এলাকায় তিনি একটি জনসভা করেন। তিনি বলেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে সেই রাজনীতির খেলা শেষ হবে। যারা রাম আর রহিমের মাঝে দেওয়াল তৈরী করছে সেই খেলা শেষ হবে।
লাভলী মৈত্রের সমর্থনে জন সভা করলেন অভিনেতা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী
বুধবার,০৭/০৪/২০২১
564

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: