দক্ষিণ হাওড়া বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত এর সমর্থনে হাওড়া বকুলতলা সমিতির মাঠে সভা করলেন মিঠুন চক্রবর্তী মহাগুরু এদিনের সভায় তিনি তিনি বলেন আর নয় সন্ত্রাস ঘরে বিজেপিকে আনুন তোলাবাজি সিন্ডিকেট সরকার আর চাইনা যে সরকার তোলাবাজি সিন্ডিকেট করে তাদের মানুষ ছুঁড়ে ফেলে দেবে এবার বিজেপি আসছে তৃণমূলীরা শুনে নিন কোন জড় চলবেনা কোনো জুলুম চলবে না এমনটি তিনি বলেন
Auto Amazon Links: No products found.