আলিপুরের উত্তীর্ণতে আগেই সেফ হোমের এর ব্যবস্থা করাহয়েছিল আর আজ ফিরহাদ হাকিম নিজে এসে উদ্ধোধন করলেন 25 বেডের অক্সিজেন পার্লারের এই পার্লার তৈরী করা হয়েছে স্বাস্থ্য দপ্তর, কভিড কেয়ার ইউনিট ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে। আর তারই উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম। এবং যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে বহু মানুষ অক্সিজেনের জন্য হাহাকার করছে আর যাতে এই অক্সিজেন করোনা আক্রান্ত মানুষকে দেওয়া যায় সেই জন্যেই এই অক্সিজেন পার্লার তৈরি করা হয়েছে।
Auto Amazon Links: No products found.