বন্ধ করে দেওয়া হল রাজ্যের সমস্ত চিড়িয়াখানা ও অন্যান্য পশুশালা। সূত্রের খবর করোনা সংক্রমণ ঠেকাতে এমন পদক্ষেপ এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি সাফারি পার্ক ও টাইগার রিজার্ভও। সূত্রের খবর বন দফতরের তরফে নির্দেশিকা জারি করে বলে দেওয়া হয়েছে যে , ‘বনদফতরের অধীনে যে অতিথিশালাগুলি আছে সেখানেও নতুন নির্দেশ জারি না হওয়া পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হবে না। যারা সম্প্রতি থাকার জন্য বুকিং করেছেন তাঁদের বুকিং বাতিল করতে হবে।
Auto Amazon Links: No products found.