অক্সিজেনের অভাবে দিল্লি, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। অক্সিজেন না পেয়ে বাংলায় যাতে এমন মর্মান্তিক ঘটনা না ঘটে সে কথা মাথায় রেখে চালু করা হয়েছে অক্সিজেন পার্লার। দক্ষিণ কলকাতার উর্ত্তীর্ণ- তে ২৫ বেডের এই অক্সিজেন পার্লার মানুষের মনে সাহস জুগিয়েছে। রাজ্য সরকার, কলকাতা পুরসভা ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে চালু হওয়া এই অক্সিজেন পার্লারে পরিষেবা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনা পয়সায়।
অক্সিজেন প্রয়োজন, স্বাস্থ্য ভবনের এমন অনুমোদন থাকলেই অক্সিজেন পার্লারে পরিষেবা পাবেন আমজনতা। জানালেন দ্বায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী কনাদ চক্রবর্তী। করোননা পরিস্থিতি মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে রাজ্য প্রশাসন। বাড়ানো হয়েছে সেফ হোম। সেইসঙ্গে চালু হল অক্সিজেন পার্লারও।
Auto Amazon Links: No products found.