নারীরা সাজতে পছন্দ করেন। আর সাজার অন্যতম অংশ হলো মেকআপ। কিন্তু এই গরমে ত্বক ঘেমে তেলের নিঃসরণের ফলে মেকআপ টিকিয়ে রাখা অনেক কষ্টকর। তার ওপর চলছে তীব্র তাপদাহ। কিন্তু গরম বলে কি সাজগোজ বন্ধ থাকবে! অবশ্যই না। চলুন জেনে নেই এমন কিছু মেকআপ প্রসাধনী সম্পর্কে যেগুলো ত্বককে ঘামানোর হাত থেকে রক্ষা করবে।
১. রেভলন কালার স্টে কনসিলার
২. মেকআপ ফর এভার ফুল কভার কনসিলার
৩. রেভলন কালারস্টে লিকুইড মেকআপ (কম্বিনেশন/তৈলাক্ত ত্বকের জন্য)
৪. রিমেল স্টে ম্যাট ফাউন্ডেশন
৫. নিউট্রোজেনা স্কিন ক্লিয়ারিং অয়েল ফ্রি মেকআপ
৬. নার্স ব্রোঞ্জিং পাউডার
ত্বকের ঘাম কমাতে যেসব প্রসাধনী ব্যবহার করবেন
বৃহস্পতিবার,১৩/০৫/২০২১
9557

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: