রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির। মুসলিম সম্প্রদায় ভাই-বোনেদের করণাভিরুস এর মেনে নিল এলাকাতেই ঈদ পালনের আহ্বান তার। শীতলকুচি ঘটনাস্থলে গিয়ে রাজ্যপালের যে ভূমিকা তা নিয়ে তীব্র কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রীর গলায়। রাজ্যপাল বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, রাজনৈতিক দলের নাম লেখাতে পারে ন রাজ্যপাল মন্তব্য সুব্রত মুখার্জি। পাশাপাশি পঞ্চায়েত মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দপ্তরের সচিব করণ আক্রান্ত হওয়ায়, শুরুতে একটু সমস্যা হলেও আগামী দিনে বাংলার গ্রামীণ পঞ্চায়েত উন্নয়নের যে ঝড় তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Auto Amazon Links: No products found.