জেলে থাকলেও শহরের কোভিড মোকাবিলার কাজে ফিরহাদ হাকিম


মঙ্গলবার,১৮/০৫/২০২১
889

জেলে থাকলেও শহরের কোভিড মোকাবিলার কাজে সামগ্রিক রিপোর্ট পেয়েছেন ফিরহাদ হাকিম। আবার কি করতে হবে না করতে হবে তার পরামর্শও দিয়েছেন। জানালেন অতীন ঘোষ। শহরের কোভিড পরিস্থিতি মোকাবিলায় লাগাতার কাজ করে চলেছে কলকাতা পুরসভা। পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম প্রেসিডেন্সি জেলে থেকেও কি কাজ করতে হবে না হবে তার পরামর্শ দিয়েছেন। আবার পুরসভার সামগ্রিক কাজের রিপোর্টও তাকে জানানো হয়েছে। অবশ্য সবই হয়েছে জেল সুপারের মাধ্যমে। প্রেসিডেন্সি ছেলে এসে এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের অন্যতম সদস্য তথা বিধায়ক অতীন ঘোষ। জেল সুপারের মাধ্যমে ফিরহাদ হাকিম এর সঙ্গে পুরসভার কাজকর্ম নিয়ে তথ্য আদান-প্রদান হয়েছে বলে এ দিন জানান তিনি। এদিন সিবিআইয়ের ভূমিকার কড়া সমালোচনা করেন এই পুরকর্তা। অতীন ঘোষ বলেন, এই মামলায় জামিনের ধারাকে জটিল করে সিবিআই প্লট তৈরী করা হয়েছিল। ফিরহাদ হাকিম জেলে থাকলেও পুরসভার কাজ কোনোভাবেই থমকে থাকবে না বলে এদিন জানিয়েছেন অতীনবাবু। নাগরিকদের ভ্যাকশিন দেওয়ার কার্যক্রম নির্দিষ্ট সূচি মেনেই চলছে বলে তিনি জানান।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট