বিধায়ক পদে পদত্যাগ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়, আবারও জল্পনা !


শুক্রবার,২১/০৫/২০২১
680

ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বর্তমানে তিনি রাজ্যের কৃষি মন্ত্রীর দ্বায়িত্বে রয়েছেন। তৃণমূল সূত্রে খবর, ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে উপ নির্বাচনে তৃণমলের প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারনেই বিধায়ক পদে পদত্যাগ তার। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমনন্ত্রী হিসাবে তৃতীয় বারের জন্য শপথ নিয়েছেন। তবে তিনি বিধানসভার সদস্য নন। ছ’মাসের মধ্যে তাঁকে বিধানসভার সদস্য হতে হবে। নিজের পুরনো কেন্দ্র থেকেই ফের প্রার্থী হতে চলেছেন মমতা। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে সামান্য ভোটে হার স্বীকার করতে হয় তাঁকে। অবশ্য এই পরাজয় নিয়ে যথেষ্টই বিতর্ক রয়েছে। তৃণমূলের অভিযোগ, জোর করে হারানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

অপরদিকে শোভনদেব চট্টোপাধ্যায়কে রাজ্যসভায় নিয়ে যেতে চলেছে তৃণমূল। এই মুহূর্তে তৃণমূলের পক্ষে দুটি আসন ফাঁকা রয়েছে রাজ্যসভায়। দীনেশ ত্রিবেদী দল বদল করে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি রাজ্যসভার সাংসদ পদে পদত্যাগ করেছেন। মানস ভুঁইয়া সবং বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধানসভায় এসেছেন। রাজ্যসভার সদস্য পদে পদত্যাগ করেন তিনি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট