নারদ মামলায় চার নেতা মন্ত্রীর ভাগ্য ঝুলে রইল বুধবার পর্যন্ত। উচ্চতর বেঞ্চে সোমবার এই মামলান শুনানি হয়। তবে কোন রায় হয়নি। ফের বুধবার মামলা শুনবেন বিচারপতিরা। সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের ভাগ্য ঝুলে রইল বুধবার পর্যন্ত। নারদে অভিযুক্ত এই চার নেতা মন্ত্রীর জামিন বিষয়ে সোমবার উচ্চতর বেঞ্চে দীর্ঘ শুনানি চলে। অভিযুক্তদের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি তাঁর সওয়ালে বলেন, নেতা-মন্ত্রীদের অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। কেবল রাজ্যপালের অনুমতি নিয়ে গ্রেফতার করা হয়েছে। স্পিকারের অনুমতি নেওয়া হয়নি। আমার মতে এটা আসলে গণতন্ত্রের গ্রেফতার। কারণ গণতন্ত্রে অনুমোদিত প্রক্রিয়ায় এই গ্রেফতারি হয়নি।
অভিযুক্তদের জামিনের আবেদন জানান তিনি। পাল্টা জামিনের বিপক্ষে সওয়াল করেন সিবিআই পক্ষের আইনজীবী। উচ্চতর বেঞ্চ আগামী বুধবার এই মামলা শুনবেন বলে জানান। বৃহত্তর বেঞ্চ গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রবিবার মাঝরাতে সুপ্রিম কোর্টে আপিল করে সিবিআই। বৃহত্তর বেঞ্চে শুনানি স্থগিত রাখার আবেদন জানান সিবিআইয়ের পক্ষের আইনজীবী। অবশ্য সেই আবেদন নাকচ করে বৃহত্তর বেঞ্চ নারোদা জামিন মামলায় শুনানি চালিয়ে যান।
Auto Amazon Links: No products found.