ঘূর্ণিঝড় যশ এর আগে আতঙ্কিত হয়ে রয়েছে গঙ্গা তীরবর্তী অঞ্চলে এলাকাবাসীরা। গত বছরে ঘূর্ণিঝড় আম্ফানের স্মৃতি এখনো দুঃস্বপ্নের মতো হয়ে রয়েছে বছর না ঘুরতেই নতুন আতঙ্ক ঘূর্ণিঝড় যশের। ফুলে উঠছে গঙ্গার জল আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা
Auto Amazon Links: No products found.