ধেয়ে আসছে সাইক্লোন ইয়স। যার গতিবেগ ঘন্টায় ১৬০-১৭০ কিমি হতে পারে। আর এই প্রবল ঝড়ের দাপটে গড়িয়ে যেতে পারে দাঁড়িয়ে থাকা ট্রেনও। ফলে ঘটতে পারে দুর্ঘটনা। তাই চেন তালা দিয়ে বেঁধে ফেলা হল ট্রেনের চাকা। দক্ষিণ পূর্ব রেলের শালিমার রেল ইয়ার্ডে শিকল দিয়ে বাঁধা হল ট্রেন।
Auto Amazon Links: No products found.