ঘুর্নিঝড় ইয়াস কিছুটা বদলেছে তার গতিপথ। তার পরেও বুধবার দুপুরে কলকাতা ও তার পার্শবর্তী এলাকায় ৬৫-৭৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরে অধিকর্তা সঞ্জিব বন্দোপাধতায় এক সাংবাদিক সম্মেলনে জানান, এই মুহুর্তে ইয়াস দীঘা থেকে ৩২০ কিলোমিটার দক্ষিন ও দক্ষিন পুর্ব দিকে অবস্থান করছে। যেটি ক্রমশ উত্তর পশ্চিমে এগোবে। বুধবার দুপুরে পারাদ্বীপ ও সাগর আইল্যান্ডের মাঝখান দিয়ে বালাসোর ও উত্তর ধামড়া দিয়ে অতিক্রম করবে। যার ফলে এ রাজ্যের পুর্ব মেদনিপুর ও দক্ষিন ২৪ পরগনা সবথেকে বেশি প্রভাব পড়বে। এই দুই জেলা দিয়ে ৯০-১২০ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যাওয়ার কথা। এমনিতেই ঐ সময় জোয়ার। ফলে জোয়ারে সমুদ্রের ঢেউ যে স্তরে থাকে তার থেকেও ২-৪ মিটার জলোচ্ছাস দেখা দেবে সমুদ্রে। যা খুবই চিন্তার বিষয় বলে জানান সঞ্জিব বাবু।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ১৬ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ইয়াস। বঙ্গোপসাগরে ইয়াস এই মুহূর্তে ১৮ ডিগ্রি ৭ মিনিট উত্তর অক্ষাংশ ও ৮৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এই মুহূর্তে ওড়িশার পারাদ্বীপ থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব, ওড়িশার বালেশ্বর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব ও সাগর দ্বীপ থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ইয়াস। বুধবার দুপুরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে ওড়িশার বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করবে বলে পূর্বাভাস। তার পর ঘূর্ণিঝড় চলে যাবে ঝাড়খণ্ডের দিকে।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More