করোনা রোগীদের পাশাপাশি এবার ঘূর্ণিঝড় ইয়াস-এর দাপটে ঘরছাড়াদের খাবার ব্যবস্থা করল ভারত সেবাশ্রম সংঘ বোলপুর শান্তিনিকেতন শাখা। বোলপুর শহর এবং নিকটবর্তী গ্রামগুলিতে যেসব পরিবারের সদস্যরা করোনা পজিটিভ হওয়ায় বাড়িতে চিকিৎসাধীন আছে তাঁদের এবং লকডাউন এর জন্য গরীব ও দুঃস্থ দের বাড়িতেও এক বেলা নিয়মিত খাবার পৌঁছে দিচ্ছে ভারত সেবাশ্রম। আবার প্রত্যেকদিন নিয়মিতভাবে ৪০০ জন মানুষকে খাবার তুলে দিচ্ছে ভারত সেবাশ্রম এর পক্ষ থেকে।
ইয়াস-এর দাপটে ঘরছাড়াদের খাবার ব্যবস্থা করল ভারত সেবাশ্রম সংঘ
বুধবার,২৬/০৫/২০২১
720

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: