নারদ মামলায় ৪ নেতা-মন্ত্রীর জামিন মামলার শুনানি শুরু


বৃহস্পতিবার,২৭/০৫/২০২১
649

Narada Case Update: নারদ মামলায় ৪ নেতা-মন্ত্রীর জামিন মামলার শুনানি শুরু কলকাতা হাই কোর্টের বৃহত্তর বেঞ্চে। রাজ্যকে পক্ষ বানানো হোক এই মামলায় রাজ্যকে একটা পক্ষ বানানোর জন্য বেঞ্চের কাছে মৌখিক আর্জি জানালেন তুষার মেহতা। তুষার মেহতার আর্জি নিয়ে নিজেদের মধ্যে কথা বলতে চাইলেন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দাল। ১ মিনিটের বিরতি নিলেন আলোচনার জন্য। বিরতি চলাকালীন অন্য আইনজীবীরা ঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে জানতে চাইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি সৌমেন সেন রয়েছেন পাঁচ বিচারপতির বেঞ্চে।

এই মামলার ঘটনাগুলো অদ্ভুত। এ রাজ্যে এমন ঘটনা প্রায়ই ঘটে। তদন্তকে অন্যত্র সরানো হোক। বিচারপতিদের বললেন মেহতা।তাঁর যুক্তি, আইনের শাসন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মেহতা বললেন, ‘‘জামিন মঞ্জুর করেছেন যে মহান বিচারপতিরা, তাঁদের কাছে আমর যুক্তি বিবেচিত হবে না।’’ সাধারণ মানুষের অজুহাত দেওয়া উচিত নয়। সাধারণ মানুষের মৌলিক নীতির গুরুত্ব অবশ্যই দেওয়া উচিত, তবে এই মামলার ক্ষেত্রে তা বিচার্য নয়। বললেন মেহতা নিম্ন আদালতে মামলার উপর প্রভাব খাটানো হয়েছে বলে কোনও রেকর্ড নেই। তবে আদালতের নিয়ম অনুসারে আমরা অন্য বিষয়গুলি খতিয়ে দেখব’’, বললেন বিচারপতি মুখোপাধ্যায়। জবাবে কেন্দ্রের সলিসিটর জেনারেল মেহতা বললেন, ‘‘আমি নিম্ন আদালতের বিচারপতির বিরুদ্ধে না। বিচারপতি পক্ষপাতিত্ব করেছেন, এমন অভিযোগও তুলছি না। আমার প্রশ্ন, এই মামলায় সাধারণ মানুষের কী উপলব্ধি কি হবে? আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট