কলকাতা হাইকোর্ট নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। আজ এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালত গোটা বিষয়টির জন্য রাজ্য মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন এবং রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের একজন করে প্রতিনিধিকে নিয়ে এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি এই কমিটি পুলিশের সঙ্গে সমন্বয় রেখে ঘরছাড়াদের ফিরিয়ে আনার কাজ করবে বলেও আদালত জানিয়েছে। কমিটিকে আদালতের কাছে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
Auto Amazon Links: No products found.