অনলাইনে আবার প্রতারণার শিকার হরিদেবপুরের এক তরুণী


শুক্রবার,০৪/০৬/২০২১
1302

গত ৩১ তারিখ গো এয়ারের মাধ্যমে দিল্লি যাওয়ার ফ্লাইট বুক করেছিলেন হরিদেবপুরের অনিন্দিতা বিষ্ণু নামে এক তরুনি কর্মসূত্রে তিনি দিল্লীতে থাকেন । ২ তারিখ তার ফ্লাইট ছিলো কিন্তু দু তারিখে এয়ারপোর্ট থেকে ফোন করে তরুণীকে বলা হয় আপনার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। তারপর যথারীতি অনিন্দিতা বিষ্ণু নামের এই তরুণী নিজের ক্যানসেল হওয়া ফ্লাইট এর টিকিট এর টাকা ফেরত চান। সেই সময় তাকে বলা হয় আপনি গো এয়ারের মাধ্যমে এই টাকা ফেরত পাবেন তখন অনিন্দিতা গো এয়ারের মাধ্যমে নিজের টাকা ফেরত চায় সেই সময় গো এয়ার থেকে এনি ডেক্স নামের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলা হয়। এবং যখন সে ডাউনলোড করে তারপরে তার অ্যাকাউন্ট থেকে 66 হাজার 180 টাকা এক ঘণ্টার মধ্যে কেটে নেওয়া হয়। তারপরে ওখান থেকে ডেবিট কার্ডের ছবি তুলে অনিন্দিতা দেবীকে পাঠাতে বলা হয়।

তখন তিনি বুঝতে পেরে সাথে সাথে এনিডেক্স বলে অ্যাপ্লিকেশনটি আনইন্সটল করে দেয় এবং তার সাথে সাথে ফোন কেটে দেয়। ইতিমধ্যে হরিদেবপুর থানায় অভিযোগ জানানো হয়েছে এবং যেহেতু অনিন্দিতা দেবির আইসিআইসিআই ব্যাংক এর কাস্টমার ছিলেন তাই ব্যাংকেও একটি অভিযোগ জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি লালবাজার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে একটি অভিযোগ জানিয়েছে। এই মত অবস্থায় আতঙ্কে ভুগছে পরিবার তার বক্তব্য কোন ওটিপি কোন ডেবিট কার্ড নাম্বার তিনি শেয়ার করেননি তা সত্ত্বেও তিনি প্রতারিত হলেন তিনি তার টাকা ফেরত চেয়ে আবেদন জানিয়েছেন ব্যাংক এবং পুলিশের কাছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট