তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর একমাস কাটতে না কাটতেই সংগঠনকে ঝুলি সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবার সাংগঠনিক কাজে সামনের সারিতে তুলে এনেছেন তরুণ প্রজন্মকে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেমন অভিষেক ঘটেছে তেমনি তরুণ প্রজন্মের মুখ সায়নী ঘোষকে যুব সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের বর্ষীয়ান নেতাদের কাছ থেকে পরামর্শ এবং যুবনেতাদের মতামত নিয়ে সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়তে চাইছেন সায়নী। তৃণমূল ভবনে একাধিক দলীয় সদস্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা সারলেন যুবনেত্রী। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন সংগঠন নিয়ে। যুব তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, সৌম্য বক্সি, শক্তি প্রতাপ সিংহ, বসুন্ধরা গোস্বামীদের সঙ্গেও আগামী কর্মসূচি নিয়ে আলোচনা সারেন তৃণমূল যুবর নতুন সভানেত্রী।
Auto Amazon Links: No products found.