কামারহাটি জুটমিলে গতরাত সাড়ে ৯ টা নাগাদ আগুন লাগে। ব্যাচিং ডিপার্টমেন্ট ও পাট ঘরে আগুন লাগে। পাট ঘরে একটি তেলের ট্যাংকার থাকে সেই ট্যাংকারে মটর থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হলে কামারহাটি, বরানগর ও পানিহাটি থেকে তিনটে ফায়ার ব্রিগেডের গাড়ি আসে এবং বেলঘড়িয়া থানার পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে। এই ডিপার্টমেন্টে প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক কাজ করছিল। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দমকলের কর্মীরা আগুন নেভানোর কাজ করছে। তবে হতাহতের কোনো খবর নেই।
Auto Amazon Links: No products found.