প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দু দিন ১২ই এবং ১৩ই জুন, জি-7 শিখর সম্মেলনের অধিবেশনে যোগ দেবেন। সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় বিদেশ দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, ব্রিটেন বর্তমানে G7 গোষ্ঠীর সম্মেলনে পৌরোহিত্য করছে। তাঁরাই ভারত, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে অতিথি দেশ হিসাবে সম্মেলনে যোগ দেবার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
Auto Amazon Links: No products found.