কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ক্রীড়াবিদদের চিকিৎসা পুনর্বাসন ব্যবস্থাকে সুসংহত করতে সেন্ট্রাল অ্যাথলিট ইনজুরি ম্যানেজমেন্ট সিস্টেম সেইমস চালু করেছেন। এর উদ্দেশ্য হল ক্রীড়াবিদদের কাছাকাছি জায়গাতে চোট আঘাতের চিকিৎসা করিয়ে খেলায় ফিরে আসতে সাহায্য করা। সারা দেশ-এর ক্রীড়াবিদদের একই প্রোটোকল মেনে এই চিকিৎসার সুবিধে পৌঁছে দেওয়া হবে। অলিম্পিক-এ অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের বিশেষ ভাবে সাহায্য করা এই ইনজুরি ম্যানেজমেন্ট সিস্টেমের বিশেষ উদ্দেশ্য।
ক্রীড়াবিদদের চিকিৎসা পুনর্বাসন ব্যবস্থাকে সুসংহত করতে সেন্ট্রাল অ্যাথলিট ইনজুরি ম্যানেজমেন্ট সিস্টেম সেইমস চালু
শনিবার,১২/০৬/২০২১
466

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: