পশ্চিমবঙ্গ-এ এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা কোনরকম অজুহাত না দেখিয়ে অবিলম্বে চালু করতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর বিষয়টি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল বৈঠকে ডেকেছেন। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে আজ এক কোভিড টিকাকরণ শিবিরের উদ্বোধন করে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সাংবাদিকদের জানান, এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা কার্যকর করার সবদিক নিয়ে বৈঠকে আলোচনা হবে। তিনি বলেন, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে আধার কার্ড-এর সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণর প্রাথমিক পর্যায়ে রয়েছে। রেশন ডিলারদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে POS মেশিন। এব্যাপারে অগ্রগতিও আনতে আগামীকালের বৈঠকে খতিয়ে দেখা হবে।
Auto Amazon Links: No products found.