লোকাল ট্রেন চালানোর অনুমতি দেবার আবেদন জানিয়ে পূর্ব রেল রাজ্য সরকার কে চিঠি দিয়েছে। বর্তমানে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে যে ১৭০ জোড়া মতো বিশেষ ট্রেন চলছে, তাতে রেল, ব্যাংক, স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বহু সাধারণ মানুষও সফর করায় শারীরিক দূরত্ব বিধি মানা সম্ভব হচ্ছে না বলে চিঠিতে জানানো হয়েছে। বলা হয়েছে রেলের অনেক কর্মী ও চালক কোভিড সংক্রমিত হলেও ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে রেল প্রস্তুত। গত ৬ই মে থেকে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে।
Auto Amazon Links: No products found.