কঠোর বিধি নিষেধের মেয়াদ ১ লা জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে


সোমবার,১৪/০৬/২০২১
1359

রাজ্যে করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের জারি করা কঠোর বিধি নিষেধের মেয়াদ ১ লা জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে সংক্রমণের হার বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাজ্য সরকার কয়েকটি ক্ষেত্রে এই বিধি-নিষেধ শিথিল করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পরে এক সাংবাদিক বৈঠকে তিনি বিধি নিষেধ এর মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন। এই পর্যায়ে লোকাল ট্রেন মেট্রো বাস পরিষেবা সহ সমস্ত রকম গণপরিবহন বন্ধ থাকছে। স্কুল-কলেজ অঙ্গনওয়াড়ি সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্পা, সেলুন, জিম ,সুইমিংপুল ইত্যাদি বন্ধ থাকছে। রাত ন’টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত জরুরী পরিষেবা ছাড়া সমস্ত রকমের যানবাহন ও মানুষ চলাচল বন্ধ থাকবে। তবে এই পর্যায়ের সরকারি ও বেসরকারি অফিস নিয়ন্ত্রিতভাবে খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার।বেসরকারি অফিস সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

কর্মীদের অফিস যাতায়াতের জন্য আবেদনের ভিত্তিতে ই পাস দেওয়া হবে। তাদের পরিবহণের ব্যবস্থা সংশ্লিষ্ট অফিসকেই করতে হবে। সরকারি অফিস গুলি ২৫ শতাংশ কর্মী নিয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কাজ করতে পারবে। শাকসবজি ফলমূল এর দোকান বাজার হাট ইত্যাদি সকাল সাতটা থেকে বেলা ১১ টা পর্যন্ত খোলা থাকবে । অন্যান্য দোকান গুলোকে সকাল ১১টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত খুলে রাখার ছাড়পত্র দেওয়া হয়েছে। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে, রেস্তরাঁ, পানশালা, হোটেল । শপিং মল গুলিকেও সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সেখানে ৩০ শতাংশের বেশি লোককে একসঙ্গে প্রবেশ করতে দেওয়া যাবে না। প্রাতঃভ্রমণ ও শরীরচর্চার জন্য সকালে তিন ঘন্টার জন্য পার্ক গুলিকে খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে করোনা টিকার দুটি ডোজ নেওয়া থাকলে তবে সেখানে প্রবেশের অনুমতি মিলবে। ৫০ শতাংশ কর্মী নিয়ে সিনেমা ও টেলিভিশনের শুটিং শুরু করারও অনুমতি দেওয়া হয়েছে। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলাধুলার অনুষ্ঠানের আয়োজন করা যাবে। বিয়ে সামাজিক অনুষ্ঠানে সীমিত লোক সমাগম সহ অন্যান্য সমস্ত ক্ষেত্রে জারি থাকা বিধি-নিষেধ অপরিবর্তিত থাকছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট