নদীয়ার কল্যাণীতে আজ প্রবীণ নাগরিক দের জন্য করোনা প্রতিষেধক টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ৭৫ থেকে ৯৭ বছর বয়স পর্যন্ত নাগরিকদের টিকা দেওয়া হয়। কল্যাণী পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য বলরাম মাঝি জানান, পৌরসভার ২১ টি ওয়ার্ডে বসবাসকারী মোট ৫০০ জন প্রবীণ নাগরিক’কে টিকা দেওয়া হয়।
প্রবীণ নাগরিক দের জন্য করোনা প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি
সোমবার,১৪/০৬/২০২১
722

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: