রাজ্যে পুনরায় কঠোর বিধিনিষেধ আরোপ করায় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন। আগামী ১৬ই জুন নির্ধারিত সূচি মেনে জেলাপরিষদের কনফারেন্স হলে এই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। মুর্শিদাবাদের জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী গতকাল এক নির্দেশিকা জারি করে তা স্থগিত করেছেন। পুনরায় দিনক্ষণ নির্ধারণ পর্যন্ত তা স্থগিত থাকছে। বিধানসভা নির্বাচনের আগে জেলাপরিষদের সভাধিপতি মোশারফ হোসেন তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেন, পরে অনাস্থা প্রস্তাব আনার উপক্রম হতেই পদত্যাগ করেন। পদত্যাগ করেন সহকারী সভাধিপতি বৈদ্যনাথ দাসও।

Auto Amazon Links: No products found.