কোভিড পরিস্থিতিতে রাজ্যে কড়া বিধিনিষেধের মাঝে জামাইষষ্ঠী হাসি ফোটাল মিস্টি ব্যবসায়ীদের। অনেকদিন পর নানান আইটেমে উপরে উঠল দোকান। পছন্দের মিষ্টি পেয়ে খুশি ক্রেতারাও। জামাই ষষ্ঠী এবং মিস্টি যেন একে অপরের পরিপূরক। বাবাজীবনকে আশীর্বাদ ও উপহার প্রদানের পাশাপাশি, তাকে ভরপেট ভুরিভোজ করানোর দিন এই জামাই ষষ্ঠী। আর সেই পাতে নানাবিধ পদের পাশিপাশি মিষ্টি থাকতেই হবে। জামাইষষ্ঠী উপলক্ষে শহরের মিষ্টান্ন প্রতিষ্ঠান গুলি চিরাচরিত মিষ্টির পাশাপাশি নতুন ধরনের আরও অনেক আইটেম বানিয়েছেন। আর তার চাহিদাও নজরকাড়া। করোনা আবহের মধ্যে জামাই ষষ্ঠী। বন্ধ যাত্রী পরিবহন। রাজ্যে চলছে কড়া বিধিনিষেধ। তার মাঝেও এই উৎসব বাজার কিছুটা চাঙ্গা করেছে। জানালেন দক্ষিণ কলকাতার অন্যতম নামী মিষ্টান্ন প্রতিষ্ঠান গুপ্তা ব্রাদার্সের কর্ণধার ললিত কুমার গুপ্তা। একেবারেই তো বন্ধ রাখা যায় না, এই কোভিড পরিস্থিতির মধ্যেও জামাই ষষ্ঠীর মিস্টি কিনতে খামতি নেই ক্রেতাদের। অনেক দিন পর নানান আইটেমের মিস্টিতে সাজানো দোকান। জামাই ষষ্ঠীর সৌজন্য যেন মন ভরেছে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষেরই।

Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More